নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের নির্মল সহায়ক মিলন ঘোষ(N.S) নামে বিরুদ্ধে সরকারি অর্থ তত্ত্ব ও আত্মসাৎ করার অভিযোগ সহ নিয়ম ভাবে টেন্ডার করা হয়নি বলে অভিযোগ।নির্মাণ সহায়ক এর বিরুদ্ধে একটি ভিডিও ভাইরাল যেখানে দেখা যাচ্ছে ঠিকাদাররা ক্যামেরা অন করে রাখলে সেখানে এন এস চুপ রয়েছে।এছাড়াও এর আগে অন্য অঞ্চলে থাকাকালীন জেলখেটেছিল বলে অভিযোগ। তারপরে হাইকোর্ট থেকে বেল নেই, এবার মদনাবতী অঞ্চলে নির্মল সহায়ক পদে যুক্ত হন।মদনাবতি অঞ্চলে এসেও বিজ্ঞপ্তি ছাড়াই টেন্ডার দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ ঐ অঞ্চলে থাকা ঠিকাদারদের। এছাড়াও মদনাবতী অঞ্চলের কর্মীরা সময় মত আসেনা এমনটাই অভিযোগ তুলেছেন এলাকাবাসী।নির্মাণ সহায়ক দুর্নীতির যুক্ত আবার জেল থেকে বেরিয়েও তিনি আবার চাকরি করছেন গ্রামবাসীরা অভিযোগ করেছে।এ বিষয়ে মদনাবতি গ্রাম পঞ্চায়েতের প্রধান- সনেকা মুমু -এ বিষয়ে বলেন প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দেয়নি মুখে কুলুপ বেঁধেছিলেন।ঠিকাদাররা বলেন -ব্লক প্রশাসন ও জেলাশাসক্য অভিযোগ কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি ।এবিষয়ে বামনগোলা বিডিও রাজু কুন্ডু বলেন -বিষয়টি খতিয়ে দেখা হবে এবং নির্মল সহায়ক এর বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, এবং টেন্ডার নিয়ে যে অভিযোগ করা হচ্ছে সেটা নিয়ম মেনে বিভিন্ন অফিশিয়ালি ভাবে কাজ করা হয়েছে বিরোধী দলের নেতাও ই টেন্ডার সংক্রান্তের শই রয়েছে।সরকারি নির্দেশিকা মেনেই টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।কর্মীদের উপস্থিত না হওয়া অভিযোগ থাকলে সেটা আইনত ব্যবস্থা নেওয়া হবে।
Home রাজ্য উত্তর বাংলা বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের নির্মল সহায়ক মিলন ঘোষ(N.S) নামে বিরুদ্ধে সরকারি...