রানু মণ্ডল, তাকে নিয়ে নানা ট্রল তাকে ঘর বন্দী করে দিয়েছে।

0
95

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাটের বেগোপড়ার বাসিন্দা রানু মণ্ডল আজ তার বাড়িতে গিয়ে দেখা গেল রানু মণ্ডলের অবস্থা খুবই করুন। তাকে নিয়ে নানা ট্রল তাকে ঘর বন্দী করে দিয়েছে। কল্পসেবিল গেট বন্ধ রাখেন অধিকাংশ সময়। তার খোঁজ কেউ নেই না। আজ তার কাছে পবিত্র দিন সেই দিনে নানা অজানা কথা উঠে এলো।রানাঘাট প্ল্যাটফর্মে দিন কাটানো রানু মন্ডল হটাৎ তার গান ভাইরাল হয়ে যায় ।শুধু মাত্র রানাঘাট নয় নদীয়া থেকে শুরু করে রাজ্য ,দেশ সহ বিদেশেও রাতারাতি রানুমান্ডল হয়ে পড়ে সেলিব্রিটি । রানাঘাট বেগোপাড়ায় নিজের বাড়িতে ঘর বন্ধী হয়ে থাকতে হচ্ছে ।প্ কয়েক বছর সেই রানু মন্ডলের পরিস্থিতি খারাপ ।নেই তেমন অর্থ সেই জনপ্রিয়তা কিছুটা হলেও ভাটা পড়েছে । বড়দিনে রানু মন্ডল তার অসহায় অবস্থা ধরা পড়লো।তেরি মেরি শুনলে মনে হয় সেই কণ্ঠ সেই আবেগ। বর্তমানে তার পরিস্থতি খুবই করুন।