নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২২ ডিসেম্বর: অজ্ঞানতার কারণে সাইবার প্রতারণার শিক্ষার হচ্ছে একাধিক স্কুল পড়ুয়া। তাই স্কুল পড়ুয়াদের সাইবার সুরক্ষার বার্তা পৌঁছে দিতে উদ্যোগী হলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিএসপি হেডকোয়ার্টার বালুরঘাট সদর সোমনাথ ঝাঁ মঙ্গলপুর এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে সাইবার সচেতনতার পাঠ দিতে পৌঁছান। যেখানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ একাধিক শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। টিনএজারদের প্রায় সকলেই এখন নেট জগতের বাসিন্দা। এই নেটিজেনদের সজাগ করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
সোমনাথবাবু বলেন, ‘অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সাইবার প্রতারণার হাত থেকে বাঁচাতে তাদের বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছে। বিভিন্ন স্কুলে এমন শিবির আয়োজন করা হবে। মূলত বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ও সফটওয়্যার ব্যবহার করতে কী করনীয় ও কী করা উচিত নয়, তা এদিন তাদের প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়েছে। তবু কেউ যদি প্রতারিত হন, তাহলে হেল্পলাইন নম্বর দেওয়া হচ্ছে। সেখানে যোগাযোগ করবেন অথবা সাইবার ক্রাইম থানায় আসবেন।’
স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ্বর প্রসাদ সিনহা জানান, ‘কিভাবে সাইবার অপরাধ সংগঠিত হয় ও এর থেকে বাঁচার উপায় সম্পর্কে এদিন বিস্তারিত জানানো হয়েছে। আমার স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এদিন সাইবার সুরক্ষা শিবিরে উপস্থিত থেকে উপকৃত হয়েছে। জেলা পুলিশকে এমন শিবির আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই।’