দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর গোটা রাজ্যর মধ্যে অন্যতম স্থলবন্দর হিসেবে বিবেচিত। পাশাপাশি অন্যান্য ৯ টি স্থলবন্দরের মধ্যে হিলি অন্যতম স্থান অধিকার করে। যাতায়াতের সুবিধাসহ সড়ক যোগাযোগ এবং দুই দেশের সান্নিকটের অবস্থানের দরুন অন্যতম জনপ্রিয় স্থলবন্দর হিসেবে বিবেচিত হিলি স্থলবন্দর। এই স্থল বন্দরের উন্নতি সাধনের জন্য জমি অধিগ্রহণ এর মাধ্যমে ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণ । এর পাশাপাশি দুই দেশের বাণিজ্যের গতি বাড়ানো এবং বেকার কর্মসংস্থানের মাধ্যমে আর্থ সামাজিকভাবে জেলা তথা হিলি বাসি স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দীর্ঘদিনের।
আর এই স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেল হিলি স্থলবন্দর। আজ বেলা একটা নাগাদ লোকসভায় প্রশ্ন করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এ বিষয়ে গৃহমন্ত্রী আশ্বাস দেন ২০২৩ সালে চুক্তির মাধ্যমে রাজ্য সরকারের থেকে জমি অধিগ্রহণের মাধ্যমে দ্রুত বাস্তবায়িত হবে ইন্টিগ্রেটেড চেকপোস্ট হিলি স্থলবন্দরে। যার ফলে বাণিজ্যের গতিবেগ বাড়বে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি স্থানীয় এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও বেকার কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে।
এই খবর জানাজানি হতেই আনন্দে মেতে ওঠেন হিলিবাসী। তাদের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হতে যাচ্ছে। স্থানীয় একাধিক বাসিন্দা বালুঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি এমন পদক্ষেপ কে কুর্নিশ জানিয়েছেন।
এদিকে এ বিষয় নিয়ে বালুরঘাটের সাংসদ কি প্রতিক্রিয়া দিলেন শুনে নেব।
হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট