পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বেসরকারি ব্যাংক থেকে লোন নিয়ে পরিশোধ না করায় দোকানে তালা ঝুলিয়ে দিল ব্যাংক কর্তৃপক্ষ ঘটনাকে ঘিরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে, যেখানে উপস্থিত ছিলেন BDO সহ বিশাল পুলিশ বাহিনী, সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক বছর আগে একটি বেসরকারি ব্যাংকে লোন নিয়েছিলেন এক কাপড় দোকানের মালিক, পরবর্তী ক্ষেত্রে বারবার ব্যাংক কর্তৃপক্ষের নোটিশ করা হলেও কোন সদুত্তর পাওয়া যায়নি ওই কাপড় দোকানের মালিকের তরফে,অবশেষে বুধবার বেলা নাগাদ BDO সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে ওই দোকানে তালা ঝুলিয়ে দিল ব্যাংক কর্তৃপক্ষ,আর এই ঘটনা চন্দ্রকোনারোড শহরে ছড়িয়ে পড়তেই যথেষ্ট শোরগোল পড়ে যায়।