নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- স্বপ্ন সবাই দেখে কিন্তু স্বপ্ন পূরণ করা কঠিন ,কেউ পারে কেউ হাল ছেড়ে দেয়,,,
এমনি এক স্বপ্ন পূরণ করতে নিজের জীবনে বড়ো চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে চলেছে, নদীয়ার হরিণঘাটা ব্লকের মাহাতো পাড়ার ২৭বছরের যুবক সনৎ সরকার। তার স্বপ্ন বড়ো শিল্পী হয়ে উঠবে একদিন বড়ো মঞ্চে অনুষ্ঠান করবে।
ছেলে বেলা থেকেই দ্ররিদ্রতার ছায়ায় বড়ো হয়েছে, কোন রকম উচ্চমাধ্যমিক পাশ করেছে। টালির চালায় টিনের বেড়া তার মধ্যে বসবাস, পরিবারের সদস্য বলতে বাবা,মা স্ত্রী ও এক সন্তান। তাদের মুখে দু মুঠো অন্ন তুলে দিতে পাড়ায় পাড়ায় ঘুগনি বিক্রি করে কোন রকম দিন কাটায় সনৎ ।
তার ফাঁকে বাড়িতে নাচের অনুশীলন করে।
তার স্বপ্ন অনেক বড়ো শিল্পী হওয়া,
স্বামি স্ত্রী দুজনেই বাড়িতে প্যাকটিস করছে ড্যান্স ।
এলাকায় ছোটবড় প্রোগ্রামে ডাক পায় কিন্তু তার স্বপ্ন একদিন বড়ো শিল্পী হয়ে ওঠা। প্রতিষ্ঠিত বহু শিল্পী অনেক কষ্ট করে বড়ো হয়েছে,এখন দেখার হরিন ঘাটার ঘুগনি বিক্রি করা সনৎ কবে হয়ে ওঠে বড়ো শিল্পী। কর্ম পরিশ্রম ও প্রচেষ্টা থাকলে বড়ো হওয়া যায়।