ব্যবসায়িক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভার আয়োজন।

0
60

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ফুলিয়া ব্যবসায়িক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো ফুলিয়া সুকান্ত ভবনে। এদিন শোভাযাত্রার মাধ্যমে অতিথি বরন, এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে বার্ষিক আলোচনা সভার উদ্বোধন করা হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি এ আই টি জাতীয় সম্পাদক প্রবীণ খাণ্ডেলবন, এবং সি এ আই টি সহ-সভাপতি সুভাষ আগরওয়াল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা । এদিন মঞ্চ থেকে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের প্রসার ঘটাতে ,ব্যাংক লোনের মাধ্যমে ব্যবসায়ীদের ব্যবসার আহ্বান জানানো হয়। তৎসহ কোন ব্যাংক যদি উপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও ব্যবসায়ীদের ঋণ না প্রদান করে ,তার বিরুদ্ধে অ্যাসোসিয়েশন যথাযথ পদক্ষেপ নেবে বলে জানানো হয় ব্যবসায়ীদের উদ্দেশে । যদিও এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানাঘাটের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় । তার মুখেও শোনা গেল ব্যবসায়ীদের ভবিষ্যতে কিভাবে ব্যবসা করলে লাভের অংশ দেখতে পারবেন তার ব্যাখ্যা । এই এসোসিয়েশনের ২০০ জন সদস্য ফুলিয়াতে রয়েছেন । বর্তমানে আরও ব্যবসায়ী সংগঠনের ছত্রছায়ায় আসার পরিকল্পনা করছেন, এমনটাও জানান মঞ্চে উপবিষ্ট অতিথিবর্গ। বর্তমানে ব্যবসায়ীদের জিএসটি কারণে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, সেই দিকে নজর দিয়ে ভবিষ্যতে জিএসটি বিষয়ক কোন সমস্যা যাতে অতি দ্রুত নির্মূল করা যায় সেদিকেও পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে সি এ আই টি । এর সাথে ফুলিয়ার অন্যতম শিল্প তাঁত শিল্পের দিকেও বিশেষ নজর দিচ্ছে সি এ আই টির উচ্চ পদস্থ আধিকারিকেরা, এমনটা জানাচ্ছেন সি এ আই টি ভাইস চেয়ারম্যান সুভাষ আগরওয়াল ।