নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ- বিজেপি কার্যকর্তাদের অন্যায় ভাবে মিথ্যা মামলায় ফাঁসানো এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে মহকুমা পুলিশ আধিকারিক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। পরবর্তীতে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে মহকুমা পুলিশ আধিকারিককে ডেপুটেশন প্রদান করা হয়। শুক্রবার সকাল থেকেই বুনিয়াদপুর কোর্টমোর এলাকায় মহকুমা পুলিশ আধিকারিক এর দপ্তরের সামনে কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। এদিন দুপুর দুটো থেকে মঞ্চে উঠে বিজেপি নেতৃত্বরা ক্ষোভ উগড়ে দেন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। পরবর্তীতে জেলা বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে ডেপুটেশন প্রদান করা হয়। বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ড: সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপি জেলা সম্পাদক দেবব্রত মজুমদার সহ অন্যান্য দলীয় নেতৃত্ব কর্মী সমর্থকরা। প্রায় কয়েক হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে বুনিয়াদপুর থেকে রায়গঞ্জ গামী রাজ্য সড়ক প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। সকাল থেকে উপস্থিত কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
Home রাজ্য উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে মহকুমা পুলিশ আধিকারিক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো...