দক্ষিণ ভারতের তিরুপতি বালাজির পুজো তমলুক শহরে, বালাজি মন্দিরের পুরোহিত এবং বাদ্যকারদের উপস্থিতিতে চলছে পূজো।

0
48

তমলুক-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিশ্বের সব থেকে বিত্তমান দেবতা তিরুপতি মন্দিরের শ্রী বেঙ্কটেশ্বর ওরফে শ্রী বালাজি। এবার দক্ষিণের সেই দেবতার পুজোতে মাতলো তমলুক বাসি। তমলুকের তাম্রলিপ্ত টাউন ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় এই পুজোর। তাদের এই পুজো এবছর পঞ্চমতম বর্ষে পা দিলো। অন্ধ্রপ্রদেশ থেকে আগত পুরোহিত তাঁর নিজস্ব ভাষায় মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে শুরু করেন পুজোর কাজ। এছাড়াও পুজোর বাদ্যির জন্যও সুদূর দক্ষিণ থেকে এসেছেন সংগীত শিল্পীরা। শুক্রবার সকাল থেকেই তাম্রলিপ্ত ডাউন ক্লাবের বালাজি দেবতার পূজো দেখতে মন্ডপে ভিড় জমান তমলুক বাসী। ভিন রাজ্যের মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই পুজো দেখতে পেয়ে খুশি তমলুক বাসীরা। এ পূজা উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে তমলুক শহর জুড়ে একটি বর্ণনাট্য শোভাযাত্রার আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। তমলুকের এই বালাজি পূজা উপলক্ষে তাম্রলিপ্ত টাউন ক্লাবের চার দিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।