পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাংলায় বিজেপি করার সমস্যা কোথায়, দলীয় বৈঠকে নিজেই শোনালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার! বুধবার আইসিসিআরে বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে সুকান্ত কিছুটা আক্ষেপের সুরেই বলেন, ‘বঙ্গ-বিজেপিতে বড় সমস্যা হল, কেউ উপরে উঠতে গেলে তাঁকে পা-টেনে নীচে নামানোর চেষ্টা হয়।’ তাঁর মতে, বাংলায় বিজেপিকে আরও শক্তিশালী করতে হলে এই অভ্যাসের দ্রুত বদল করতে হবে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত ২২৮ বিধানসভার ওয়ালীপুর এলাকায় বুথ সভাপতি সম্মেলন অনুষ্ঠানে এসে সুকান্ত মজুমদারের বিস্ফোরক মন্তব্যের পাল্টা দিলীপ ঘোষ বলেন,আমাদের পার্টিতে নামায় না”, সবাই এগিয়ে দেয়। সেই জন্য একজন সাধারণ সভাপতি থেকে সর্বভারতীয় সভাপতি হতে পারে এই দলেতে। স্বাভাবিক অনেক লোক বাইরে থেকে এসেছেন, বিভিন্ন পার্টি থেকে এসেছে। তাদের কালচার আলাদা আছে,তাদেরকে শেখাতে হবে। সেরকম তাদেরকে মাঝে মধ্যে মনে করিয়ে দেন। রাম মন্দির নিয়ে এবার ‘ঘরে ঘরে’ বঙ্গ বিজেপির। এই প্রসঙ্গে তিনি বলেন, রাম মন্দির তৈরি হচ্ছে সারা ভারতবর্ষে বিশ্বের কাছে একটা উদাহরণ সবাই চাইবে যেতে ওখানে। কিন্তু যারা আয়োজক তারা সমস্ত রাম ভক্তদের অযোধ্যা দর্শন করার জন্য আমন্ত্রণ করছে। না করলেও লোকে যাবে। কিন্তু একটা এত বড় আয়োজন হচ্ছে প্রধানমন্ত্রী সেখানে মুখ্য অতিথি। দেশ-বিদেশ থেকে লোকেরা আসছেন। তারা সবাইকে আমন্ত্রণ করেছেন। সবাই যদি একসঙ্গে যান দাঁড়াবার জায়গা থাকবে না। কিন্তু তারাও জানাবেন কে কবে কোন রাজ্য থেকে যাবেন।
Home রাজ্য দক্ষিণ বাংলা দলেই পা টেনে নামানোর চেষ্টা! বিস্ফোরক সুকান্ত,পাল্টা দিলীপ ঘোষ বলেন আমাদের পার্টিতে...