নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদারের প্রচেষ্টায় দুবাই থেকে বাড়ি ফেরা ১০ জন পরিযায়ী শ্রমিকরা সুকান্ত মজুমদার কে ধন্যবাদ জানালো। এদিন শুক্রবার গঙ্গারামপুরে তাদের সাথে দেখা করেন সাংসদ সুকান্ত মজুমদার। সাংসদের প্রচেষ্টায় দুবাই থেকে বাড়ি ফিরতে পেয়ে খুশি পরিযায়ী শ্রমিকরা ও তাদের পরিবার।
এদিন বালুঘাটের সংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জন্মদিন। গঙ্গারামপুরের শ্রমিকদের বাড়িতেই এদিন শ্রমিক পরিবারের লোকজন এবং দলীয় কর্মীদের সাথে নিজের জন্মদিন পালন করলেন সাংসদ সুকান্ত মজুমদার।
প্রসঙ্গত গত ১লা ডিসেম্বরে মালদা জেলার দুই দালালের খপ্পরে পড়ে গঙ্গারামপুর সহ রাজ্যের ১৪ জন শ্রমিক দুবাইয়ে কাজ করতে গিয়ে আটকে পড়েন। আটকে পড়া শ্রমিকেরা দুবাই থেকে ভিডিও বার্তা পাঠান পরিবারের কাছে। এরপরেই উৎকণ্ঠার মধ্যে পড়ে ১৪ জন শ্রমিকের পরিবার। যার মধ্যে বিপ্লব সরকার ও দেবাশীষ সরকার গঙ্গারামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বহু চেষ্টা করেও ফিরিয়ে আনা না গেলে, অবশেষে বালুরঘাট লোকসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের শরণাপন্ন হন গঙ্গারামপুরের দুই শ্রমিকের পরিবার। এরপরেই সংসদের প্রচেষ্টায় দুবাইয়ে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরেন। শুক্রবার তাদের সাথে সাক্ষাৎ করলেন সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের জন্মদিন জেনে, ফিরে আসা এক শ্রমিকের মা ঊলু, শঙ্খধ্বনি দিয়ে পায়েস রেঁধে সুকান্ত মজুমদার কে খাওয়ান।