নতুন বছরের উপহার হিসেবে ১ জানুয়ারি থেকে চলাচল করবে বালুরঘাট-শিয়ালদহ নয়া ট্রেনটি।

0
103

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:-  নতুন বছরের উপহার হিসেবে ১ জানুয়ারি থেকে চলাচল করবে বালুরঘাট-শিয়ালদহ নয়া ট্রেনটি। গত ৮ ডিসেম্বর এই এক্সপ্রেস ট্রেনের ছাড়পত্র দিয়েছে রেলমন্ত্রক। এনিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রেল। সপ্তাহে প্রতিদিন নিয়মিত বালুরঘাট – শিয়ালদহ লাইনে ট্রেনটি চলবে। বালুরঘাট থেকে এটি প্রতিদিন ৭ টা নাগাদ ছেড়ে শিয়ালদহ ঢুকবে ভোর ৪ টা ২০ নাগাদ। আবার শিয়ালদহ থেকে রাত ১০ টা ৩০ নাগাদ ছেড়ে এই ট্রেনটি বালুরঘাট ঢুকবে সকাল ৮ টা ৩০ নাগাদ।
বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, নতুন বছরে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদিজীর দক্ষিণ দিনাজপুরবাসীর জন্য উপহার বালুরঘাট শিয়ালদা ট্রেন। আগামী পয়লা জানুয়ারি থেকে বালুরঘাট স্টেশন থেকে এই ট্রেন চলা শুরু করবে। এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে জানাই অসংখ্য ধন্যবাদ।