নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- – নদীয়ার শান্তিপুরে ভর সন্ধ্যায় ছিনতাই, পেছন থেকে আসা একই মোটরসাইকেল আসা তিন যুবক, মেলা দেখে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দত্তপাড়া রায় বাড়ীর কাছে ঘটে এই দুঃসাহসিক ছিনতাই।
শান্তিপুর পুঁটোপুঁটি তলার সুবীর সরকারের মেয়ে সুদীপা সরকার, ও তার বান্ধবী সূত্রাগর দালাল পাড়ার বাসিন্দা রাজী সাহা দুজনেই পাশাপাশি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এরমধ্যে সুদিপার সাইকেলের সামনের বাস কেটে থাকা ব্যাগের মধ্যে টিউশন পড়ানোর নগদ তিন হাজার টাকা এবং একটি দু মাসের পুরনো অ্যান্ড্রয়েড মোবাইল ছিল। ওই তিন দুষ্কৃতী প্রথমে তা ধরে টানতে গেলে বেশ খানিকটা ছেচড়ে যায় সাইকেল। এরপর তারা চেঁচামেচি করলেও পথ চলতি মানুষজনের কাছ থেকে খুব বেশি সহযোগিতা পাইনি তবে তারা গ্যাস গোডাউন মোড় পর্যন্ত পেছনে ধাওয়া করলেও দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে সুদিপার ওই মোবাইলের শেষ লোকেশন অনুযায়ী জানা যায় সূত্রাগর রাজপুত পাড়া কিন্তু তারপর থেকে আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই দুই যুবতী শান্তিপুর থানার দারস্ত হয়ে একটি লিখিত অভিযোগ পত্র জমা করেছেন ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিপুর থানার পুলিশ ওই এলাকার বিভিন্ন সিসি ক্যামেরা সহ মানুষ জনের সাথে কথা বলে খতিয়ে দেখছে বিষয়টি।
Home রাজ্য দক্ষিণ বাংলা নদীয়ার শান্তিপুরে ভর সন্ধ্যায় ছিনতাই, সাইকেলের বাসকেটে রাখা ব্যাগের মধ্যে মোবাইল এবং...