প্রায় দুই কিলো মিটার রাস্তা ২-৩৩ কোটি টাকা ব্যায়ে শুভ উদ্বোধনের করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

0
77

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, অনুপ্রেরণায় উন্নয়ন দপ্তরের অর্থাঅনুকূল্যে মালদা জেলার অন্তর্গত বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সামসাবাদ মোড় হইতে ব্রাহ্মণী নদীর ঘাট ও কবিরাজ পাড়া মোড় পর্যন্ত প্রায় দুই কিলো মিটার রাস্তা ২-৩৩ কোটি টাকা ব্যায়ে শুভ উদ্বোধনের করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন,মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস,বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর,বামনগোলা ব্লকের রাজু কুন্ডু, মদনাবতী অঞ্চলের প্রধান সনেকা মূমূ বামনগোলা থানার আই সি, শংকর সরকার সহ এলাকার ব্যক্তিবর্গ।এদিন আদিবাসী নিত্যের মধ্যেদিয়ে তাদে মঞ্চে নিয়ে আসা হয় মন্ত্রী সহ অন্যান্য ব্যক্তিদের।এলাকাবাসী অভিযোগ ছিল এই রাস্তা বেহাল হয়ে ছিলো বহুদিন ধরে।রাস্তার দাবিতে গ্রামবাসী তরফে পথ অবোধ হয়।রাস্তার বেহাল অবস্থায় অবশেষ রাস্তার কাজ শুরু হতে চলেছে তাতে খুশি এলাকাবাসী প্রায় দুই কিলোমিটার রাস্তা তৈরি হবে এদিন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় শুভ শিলান্যাস করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।মন্ত্রী সহ অতিথিদের উত্তরিও পড়িয়ে বরণ করার পরিয়ে নারকেল ফাটিয়ে শুভ শিলান্যাস করা হয়।