পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যার্পণ কর্মসূচি।

0
52

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ-সাধারণ মানুষ অসাবধানতাবশত বিভিন্ন সময় মোবাইল ফোন হারিয়ে ফেলেন। মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর সাধারণ মানুষ নিকটবর্তী থানায় অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে শুরু করে নিকটবর্তী থানা। সেই রকমই হারিয়ে যাওয়া ৮৮ টি মোবাইল উদ্ধার করে প্রাপকদের হাতে ফিরিয়ে দেওয়া হল। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে প্রত্যার্পণ। আজ এই কর্মসূচির মধ্য দিয়ে ৩৫ জন মোবাইল প্রাপকদের হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কল্যান সিংহ রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার কল্যান সিংহ রায় জানান, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার অভিযোগ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানায় দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিটি আমাদের একটি স্পেশাল টীম রয়েছে যারা তদন্ত শুরু করে। যাদের অসাবধানতাবশত মোবাইল ফোন হারিয়ে যায় তাদের জন্য এই টিম মোবাইল ফোন পুনরুদ্ধার করার জন্য তদন্ত শুরু করে।আমরা মোবাইল ফোন প্রাপকদের হাতে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের সচেতন করলাম দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে এই মোবাইল ফোন অসাবধানতাবসত হারিয়ে যেন না ফেলেন।