প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ার ডাক রাজখামার হাই স্কুলের কন্যাশ্রীদের।

0
81

আবদুল হাই, বাঁকুড়াঃ-  বর্তমান সময়ে বর্জিত প্লাস্টিক সুস্থ পরিবেশের ভারসাম্য বিনষ্টকারী মূর্তিমান বিভীষিকা। সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যত্রতত্র প্লাস্টিকের জঞ্জাল তৈরি করে মানুষ খুব সচেতন ভাবেই পরিবেশ এবং নিজেদের সর্বনাশ করে চলেছে, এমতাবস্থায় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রাজখামার হাই স্কুলের কন্যাশ্রীরা মুক্ত এবং স্বাস্থ্যকর পরিবেশ গড়তে বাড়িতে বাড়িতে সচেতনতা অভিযানে নামলো। এছাড়াও এদিন ইন্দাস ব্লকের গোবিন্দপুর বাজারে যততত্র পড়ে থাকা প্লাস্টিকের জঞ্জাল পরিষ্কার করতে দেখা গেল কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীদের সাথে সাথে দেওয়ালে দেওয়ালে পোষ্টার দিতে দেখা যায় তাদের। মনীষা পারভিন প্রিয়া পাল ,কোয়েল ঘোষ অঙ্কিতা দে,রুপলেখা ও রমা নন্দী নিজেদের কন্যাশ্রী টাকা খরচ করে বেশ কয়েকটি বাড়িতে কাপড়ের ব্যাগ তুলে দেয়। এই অভিশানে অংশগ্রহণ করেন বাঁকুড়া জেলা হিউম্যান রাইটসের সহ সভাপতি মিস্টার রাজা।