ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের উন্নয়নকে সামনে রেখে একাধিক দাবি দেওয়া নিয়ে জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতির।

0
58

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের উন্নয়নকে সামনে রেখে একাধিক দাবি দেওয়া নিয়ে জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতির। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে অনুষ্ঠিত সারা বাংলা প্রাথমিক শিক্ষা সমিতির সম্মেলনে ছাত্র-ছাত্রীদের একাধিক সুবিধার কথা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয় কর্মসূচির মাধ্যমে। রাজ্যজুড়ে শিক্ষক পদে শূন্য পদ পূরণ সহ বিভিন্ন বিষয়ে উঠে uআসে আলোচনায়। সরকার অনুমোদিত বিদ্যালয়গুলিতে শিক্ষার সার্বিক মানোন্নয়ন, স্বচ্ছ নিয়োগ, প্রধান শিক্ষক উন্নতিকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে সম্মেলনে।