তৃনমূলের প্রতিষ্ঠাতা দিবসে সিপিআইএম ও নির্দলের দুই পঞ্চায়েত সদস্য সহ প্রায় ছয় শতাধিক ভোটার তৃনমূলে যোগদান।

0
98

নিজস্ব সংবাদদাতা, মালদা:- তৃনমূলের প্রতিষ্ঠাতা দিবসে সিপিআইএম ও নির্দলের দুই পঞ্চায়েত সদস্য সহ প্রায় ছয় শতাধিক ভোটার তৃনমূলে যোগদান করলেন বলে খবর।লোকসভা ভোটের আগে স্বাভাবিকভাবেই তৃনমূলের শক্তি বৃদ্ধি পেল বলে মনে করছেন তৃনমূল কংগ্রেসের নেতৃত্বরা।জানা গিয়েছে,আজ সোমবার ছিল তৃনমূল কংগ্রেসের ২৬ তম প্রতিষ্ঠা দিবস।সেই উপলক্ষ্যে হরিশ্চন্দ্রপুর-১(বি)ব্লকের সভাপতি মানিক দাসের নেতৃত্বে কুশীদা,রশিদাবাদ,
তুলসীহাটা ও বরুই গ্রাম পঞ্চায়েতের তৃনমূল কংগ্রেসের নেতা-কর্মী ও জনসাধারণকে নিয়ে ভাটোল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠাতা দিবস পালনের আয়োজন করা হয়।সেখানে
কুশিদা গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুরা বুথের সিপিআইএম এর পঞ্চায়েত সদস্য রতন দাস ও রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতল ৪৯ নং বুথের নির্দলের পঞ্চায়েত সদস্য আবুহাসান সিদ্দিকী ওরফে আজনবি সহ মোট ছয় শতাধিক ভোটার ব্লক সভাপতি মানিক দাসের হাত ধরে তৃনমূলে যোগদান করেন।এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্যা মার্জিনা খাতুন,জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম,রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন
সহ চারটি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি।ব্লক সভাপতি মানিক দাস জানান,এদিন প্রতিষ্ঠাতা দিবস পালনের পাশাপাশি যোগদান কর্মসূচি ও শীতবস্ত্র বিতরনের আয়োজন করা হয়।
চারটি গ্রাম পঞ্চায়েতের প্রায় বারোশো প্রতিবন্ধীকে শীতবস্ত্র দান করা হয়।