সোমবার ইংরেজি নতুন বছরের শুরু আর এই দিনটিকে স্বাগত জানাতে ও নিজেদের মতো করে কাটাতে ব্যাস্ত আট থেকে আশি সকলেই।

0
83

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  সোমবার ইংরেজি নতুন বছরের শুরু আর এই দিনটিকে স্বাগত জানাতে ও নিজেদের মতো করে কাটাতে ব্যাস্ত আট থেকে আশি সকলেই। কেউ পরিবারের সাথে কেউ বন্ধুদের সাথে কেউ বা তার একান্ত প্রিয়জনের সাথে আবার কেউ আবার নিজেদের সাথে বাড়ির আরাধ্য দেবতা তথা গোপাল কেই সাথে নিয়ে নতুন বছরের আনন্দে গা ভাসিয়ে হাজির নবদ্বীপ মায়াপুরে।

সকাল আনুমানিক দশটা বাজতেই একদিকে যখন ইস্কনের মূল গেটে হাজির হাজার হাজার তীর্থ যাত্রী,
তখনই সেই ভীড় কে যেন টেক্কা দিতে নবদ্বীপ বড়াল ঘাট সহ বিভিন্ন মঠ মন্দিরেও জনপ্লাবন।

উৎসবের দিনে যাত্রী দের নিরাপত্তা ও সুবিধার্থে প্রশাসনের নজরদারি ছিলো চোখে পড়ার মতো।

নবদ্বীপ ফেরিঘাট সুত্রে জানা যায় গতকালই চাপ অনেকটা ছিলো সে কারনে সোমবার সকাল থেকেই লঞ্চ ও নৌকা পরিষেবা সঠিক ভাবে চালনা করার জন্য বাড়তি নৌকা ও লঞ্চের ব্যাবস্থা করা হয়েছে, করা হচ্ছে মাইকিংও, যদিও সকালে কুয়াশার কারনে পরিষেবা কিছুটা ধীর গতিতে চলে কিন্তু কুয়াশা সরতেই মানুষের ঢলও নামতে শুরু করে।