পূর্ব মেদিনীপুর, তমলুক:- ইংরেজি নববর্ষের প্রথম দিনে তমলুকের বর্গভীমা মন্দিরে পূজো দিয়ে বছর শুরু করতে অজস্র মানুষের উপচে পড়া ভিড়।পুরনো বছরকে গতকাল রাতেই বিদায় জানিয়েছে সাধারণ মানুষ। ইংরেজি নববর্ষের প্রথম দিন পূর্ব মেদিনীপুর জেলার ৫১ পীঠের একপীঠ দেবী বর্গভীমা মন্দিরে সকাল থেকে উপচে পড়া ভিড়। সকাল থেকে মায়ের মন্দিরে পুজো অর্চনা পুষ্পাঞ্জলি শুরু হয়েছে। বেলা যতো বাড়ছে ততই মানুষের ভিড় বাড়ছে। সবাই চাইছে ইংরেজি নববর্ষের প্রথম দিন থেকেই সবাই যেন ভালো কাটে। শুধু তমলুক শহর নয় দূর দূরান্ত থেকে মানুষ দেবী বর্গভীমা মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা ইংরেজি নববর্ষের প্রথম দিনে তমলুকের বর্গভীমা মন্দিরে পূজো দিয়ে বছর শুরু করতে...