কেন্দ্রীয় পরিবহন আইনের প্রতিবাদ জানিয়ে এবার আন্দোলনে নামলো অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান।

0
63

আবদুল হাই, বাঁকুড়াঃ – কেন্দ্রীয় পরিবহন আইনের প্রতিবাদ জানিয়ে এবার আন্দোলনে নামলো অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান। মঙ্গলবার ওই সংগঠনের সদস্যরা মিছিল করে বাঁকুড়া জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছান। পরে তাঁদের এক প্রতিনিধি দল ২৯ দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি জেলাশাসকের দপ্তরে জমা দেন।

অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশানের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় পরিবহন আইনে বলা হয়েছে দূর্ঘটনায় আহত ব্যক্তিকে সংশ্লিষ্ট গাড়ি চালক দায়িত্ব নিয়ে হাসপাতালে না নিয়ে গেলে তার পাঁচ লক্ষ টাকা জরিমানা ও দশ লক্ষ টাকা জরিমানা করা হবে। কিন্তু এই আইনকে মান্যতা দিতে গিয়ে দূর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক জনরোষের শিকার হতে পারেন, এমনকি তার জীবনসংশয়ও দেখা দিতে পারে। কেন্দ্রীয় এই পরিবহন আইন চালক বিরোধী। তাই অবিলম্বে এই ‘কালা আইন’ বাতিল সহ ২৯ দফা দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হয়েছে। অবিলম্বে ওই আইন প্রত্যাহার ও অন্যান্য দাবি পূরণ না হলে রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারী দিয়েছেন।