পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ট্রাক ধর্মঘট শুরু করল হলদিয়ার ড্রাইভার অ্যাসোসিয়েশন।

0
53

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ট্রাক ধর্মঘট শুরু করল হলদিয়ার ড্রাইভার অ্যাসোসিয়েশন। হলদিয়া থানা এলাকায় আই ও সি এল গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ড্রাইভার অ্যাসোসিয়েশনের সদস্যরা। শিল্পাঞ্চলে পণ্য পরিবহনের জন্য ট্রাক ও ট্রলার যাতায়াত করে। আজ গাড়ি চালকরা অর্থাৎ ড্রাইভারেরা গাড়ি বন্ধ রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় । শুধু বিক্ষোভ নয় বিক্ষোভের পাশাপাশি তারা ধর্মঘট শুরু করেছে ।গাড়ি চালকদের মূলত দাবি , কেন্দ্রীয় সরকারের আইন পরিবর্তন করতে হবে । নতুন আইন পাস হয়েছে কোন ড্রাইভার যদি এক্সিডেন্ট করে , কেউ মারা যায় । তাহলে ঘাতক ড্রাইভারের সাত বছরের জেল বা সাত লক্ষ টাকা জরিমানা করা হবে । এই নূতন আইন তারা মানতে নারাজ । সেই আইন পরিবর্তনের জন্য ড্রাইভার অ্যাসোসিয়েশনের সদস্যরা ধর্মঘটে নামে। কার্যতো পণ্য পরিবহনে সমস্যা তৈরি হলো গাড়ির চালক ধর্মঘটে জেরে ।