নিজস্ব সংবাদদাতা, মালদা,২ জানুয়ারি:- সপ্তম পর্যায়ের দুয়ারে সরকারের দ্বিতীয় ধাপে বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান দেওয়া নিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হলো মালদা জেলা প্রশাসনিক ভবনে।
উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক জামিল ফতেমা জেবা, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
৩১ ডিসেম্বর শেষ হয়েছে সপ্তম পর্যায়ের দুয়ারের সরকার শিবির। ২ জানুয়ারি থেকে শুরু হয়েছে বিভিন্ন প্রকল্পের আবেদনের ভিত্তিতে পরিষেবা প্রদান। ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করা হবে ক্যাম্প গুলি থেকে।
জেলাশাসক নীতিনশিঙ্গা নিয়ে বলেন সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে জেলা জুড়ে বিভিন্ন প্রকল্পের সাড়ে পাঁচ লক্ষ আবেদন জমা পড়েছে। গোটা রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মালদা। বিভিন্ন প্রকল্পের আবেদন জমা পড়েছে শিবিরে। দ্বিতীয় ধাপে পরিষেবা পরিষেবা প্রদান করা হবে শিবির থেকে। যেখানে দুয়ারে সরকার শিবির হয়েছিল সেই সমস্ত জায়গা থেকেই পরিষেবা প্রদান করা হবে।