নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- এবছর কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ২ রা জানুয়ারি রবীন্দ্রভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: কাজল দে এবং বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: রাজকুমার কোঠারি, নাট্যকার ও অধ্যাপিকা ড: শক্তি রায় চৌধুরী, পশ্চিমবঙ্গ জীববিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদিয়া জেলার জেলাশাসক শ্রী অরুন কুমার প্রসাদ প্রমূখ। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন বিভাগের অধ্যাপক- অধ্যাপিকা সহ সকল ছাত্রী বৃন্দ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কাজল দে বলেন
“বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২০১৯ সালের আজকের দিনে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু হয়। আজ এই বিশ্ববিদ্যালয়ে ১১টি বিষয়ে স্নাতকোত্তার পড়ানো হচ্ছে। আশা রাখবো ভবিষ্যতে সরকারি সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আরও উন্নতি ঘটবে এবং এখানের ছাত্রীরা সারা রাজ্যসহ দেশের মুখ উজ্জ্বল করবে”।