দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ :- মেলা শুধু শহরকেন্দ্রিক হবে না মেলার সুফল পেতে গেলে তাকে ছড়িয়ে দিতে হবে গ্রাম গ্রামাঞ্চলে, বিশেষ করে কৃষি ক্ষেত্রের মত বিষয় যেখানে হাজার হাজার কৃষকের স্বার্থ জড়িত — এই উদ্দেশ্য নিয়েই বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে সানাপাড়া হাইস্কুল মাঠে গৌড়বঙ্গের তিন জেলার কৃষকদের নিয়ে কৃষি মেলা ২০২৪ অনুষ্ঠিত হল৷ কেন্দ্র সরকারের অ্যাকসেস ডেভেলপমেন্ট সার্ভিসের উদ্যোগে ও নাবার্ডের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে। এদিন এই মেলার শুভ উদ্ধোধন করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিন প্রদীপ প্রজ্বলনের মিধ্য দিয়ে কৃষি মেলার উদ্ধোধন করা হয়। এছাড়াও উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবার্ডের চিফ জেনারেল ম্যানেজার উষা রমেশ, অ্যাকসেস ডেভেলপমেন্ট সার্ভিসের পশ্চিমবঙ্গের সহ সভাপতি সলিল কুমার জেনা, নাবার্ডের জেলা বিকাশ প্রবন্ধক তীর্থঙ্কর বিশ্বাস, বালুরঘাট কৃষি আধিকারিক তনয় সাহা সহ অন্যান্য সরকারি আধিকারিক। এদিনের এই মেলায় কৃষি উপযোগী নানা যন্ত্রপাতি প্রদর্শিত হয়েছে। উত্তর ও দক্ষিণদিনাজপুর এবং মালদা জেলা মিলিয়ে প্রায় ১৫০০ কৃষক মেলায় অংশগ্রহণ করেছে। বিভিন্ন দপ্তর থেকে এই মেলায় ২০ -২৫ টি স্টল দেওয়া হয়েছে।
- রাজ্য
- উত্তর বাংলা
- কৃষি খবর
- দক্ষিণ দিনাজপুর
- দেশ
- পোল্ট্রি ফার্মিং
- ফল ও সবজি চাষ
- ফুলের চাষ
- বিনোদন
- বিবিধ
- মাছের চাষ
- লাইফস্টাইল