টিম নিঃস্বার্থের উদ্যোগে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের থ্যালাসেমিয়া ইউনিটের পক্ষ থেকে দেউলী শুক্লা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ছাত্র ছাত্রীদের থ্যালাসেমিয়া পরীক্ষা করা হয়।

0
54

আবদুল হাই, বাঁকুড়াঃ- থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে অনেক মানুষ বহু রকম ভাবেই জীবন যাপন করছে।থ্যালাসেমিয়া একটি মারাত্মক মৃত্যু ঝুঁকিপূর্ণ রোগ। যা বাবা মায়ের মাধ্যমে সংক্রমিত হয়। তবে চিকিৎসকদের দাবি,থ্যালাসেমিয়া আক্রান্তরাও আর পাঁচটা মতোই বাঁচতে পারেন। বুধবার রানিবাঁধের টিম নিঃস্বার্থের উদ্যোগে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের থ্যালাসেমিয়া ইউনিটের পক্ষ থেকে দেউলী শুক্লা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ছাত্র ছাত্রীদের থ্যালাসেমিয়া পরীক্ষা করা হয়। এদিন মোট ১২০ জন ছাত্র ছাত্রীর রক্ত নমুনা সংগ্রহ করা হয়।রোগ মুক্ত দেশ গড়তে মূলত, ছাত্র ছাত্রীদের সচেতন করার মূল উদ্দেশ্য এই কর্মসূচি বলে জানা গেছে। প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীরা খুবই খুশি।