দক্ষিণবঙ্গে শীত উধায় হলেও শীতের দাপটে কাঁপছে উত্তরবঙ্গ।

0
55

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণবঙ্গে শীত উধায় হলেও শীতের দাপটে কাঁপছে উত্তরবঙ্গ। বছরের শুরুতেই পারদ নামছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতে ও পারদ নিম্নমুখী। মাঝিয়ান কৃষি বিকাশ কেন্দ্রের আবহাওয়া সূত্র অনুযায়ী আজকের তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী বেশ কয়েকদিন এই তাপমাত্রা ১০ এর নিচে থাকবে বলেই জানা গেছে সূত্রে মারফত। সর্বোচ্চ তাপমাত্রা ১৭ থেকে ১৮ এর মধ্যে থাকলেও আগামী বেশ কয়েকদিন দক্ষিণ দিনাজপুরের শীতের দাপট অনুভব করবে জেলা বাসি। আজ বছরের শীতলতম দিন বলে জানা যায় কিন্তু পারদ নিম্নমুখী কারণে আগামী কয়েকটা দিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকবে বলেই জানাজায়।