বালুরঘাটে মাদার টেরেসার মূর্তি স্থাপন বালুরঘাট পৌরসভার।

0
100

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- বালুরঘাটে মাদার টেরেসার মূর্তি স্থাপন বালুরঘাট পৌরসভার। এদিন বালুরঘাটের মঙ্গলপুর এলাকায় মাদার টরেসার পূর্ণায়বর মূর্তি উন্মোচন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র।

এদিকে এই মূর্তি স্থাপন ঘিরে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। মঙ্গলপুরের যেখানে মূর্তি স্থাপিত হয়েছে সেই মোড় টি বিজেপি মোড় বলে পরিচিত বালুরঘাটবাসীর কাছে। সেখানে বিজেপির পুরাতন জেলা কার্যালয় যা বর্তমানে বিজেপির শহর কার্যালয় থাকায় ওই মোড়ের নাম হয় বিজেপি মোড়। বিজেপির অভিযোগ, বিজেপি মোড় এই নামটি পাল্টাতেই পৌরসভা উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই স্থানে মূর্তি স্থাপন করেছে। বিজেপি জেলা সম্পাদক বাপি সরকার জানান, মাদার টেরেসাকে আমরা সম্মান জানিয়েই বলছি, পুরসভা মূর্তি বসিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মোড়ের নাম বদলের চেষ্টা করলেও, জায়গাটি বিজেপি মোড় বলেই পরিচিত এবং বিজেপি মোড় বলেই পরিচিতি থাকবে।

বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, বালুরঘাটবাসীর দাবি মেনে মঙ্গলপুরে মাদার টেরেসার মূর্তি বসানো হয়েছে। অপরদিকে বিজেপির চক্রান্তের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, মাদার টেরেসার মূর্তি বসানো নিয়ে বিজেপি বিরোধিতা করতে হয় তাই বিরোধিতা করছে। ওদের কাজই বিরোধিতা করা। বালুরঘাট পৌরসভার উন্নয়নের কাজে বিরোধিতা করে কিভাবে তারা প্রচারের আলোয় আসবেন সে কারণেই বিরোধিতা করেন।

বাইট – বাপী সরকার, বিজেপি জেলা সম্পাদক।
বাইট – অশোক মিত্র, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান।