সাংবাদিকের ডাকে সাড়া দিয়ে কঠিন অপারেশনের আগে, মুসলিম মাকে রক্ত দিল হিন্দু সন্তান।

0
79

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- কাজী নজরুল ইসলামের কবিতাটি মনে পড়ে গেল,মোরা এক বৃত্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। বর্ধমান জেলার সেহারাবাজারের এক মহিলা কঠিন রোগে আক্রান্ত হয়ে বর্ধমান হাসপাতালে ভর্তি হন। রোগীর অপারেশন করতে হবে সে মতোই সিদ্ধান্ত হয়, কঠিন অপারেশন এর আগে এক বোতল রক্তের প্রয়োজন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের লোকজন এক বোতল রক্তের প্রয়োজন বলে সাংবাদিককে জানান। সাংবাদিক আবদুল হাই তৎক্ষণাৎ বর্ধমানের অর্নব দাস নামে এক পশুপাখিপ্রেমীকে ফোনে বলেন এক বোতল রক্ত দিতে হবে। সাংবাদিক এর মানবিক আবেদনে সাড়া দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই নিজেই ছুটে যায় হাসপাতালে এবং কোন রকম দ্বিধা না করেই হাসি মুখে তিনি রক্ত দেন। হন্যে হয়ে রক্তদাতার খোঁজ করছিলেন রোগীর পরিবারের লোকজন।এই ঘটনায় মুগ্ধ এবং কৃতজ্ঞ রোগীর পরিবারের লোকজন। তারা সাংবাদিক এবং রক্তদাতা কে ধন্যবাদ দিতে ভুলেন নি।