সীমান্তবর্তী এলাকায় তদন্ত চালিয়ে প্রায় ১ কোটি ৩৯ লক্ষ টাকার মূল্যের বেআইনি মার্কিন ডলার উদ্ধার করল বিএসএফ।

0
79

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  সীমান্তবর্তী এলাকায় তদন্ত চালিয়ে প্রায় ১ কোটি ৩৯ লক্ষ টাকার মূল্যের বেআইনি মার্কিন ডলার উদ্ধার করল বিএসএফ। গতকাল রাতে অভিযান চালিয়ে এই বিদেশী মুদ্রা উদ্ধার হয়। নদীয়ার বেতাই এলাকার সীমান্তে থাকা ৮৪ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা এই অভিযান চালায়। সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই বিএসএফের গোয়েন্দা শাখার তরফ থেকে চোরাচালানকারীদের বিদেশী মুদ্রা পাচারের খবর কর্তব্যরত জওয়ানদের কাছে আসছিল। সেইমতো গোয়েন্দা বিভাগের খবর অনুযায়ী গতকাল রাতে সীমান্ত এলাকায় সতর্ক ছিল কর্মরত ৮৪ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ জওয়ানরা। এরপরেই রাতভর অভিযান চালাতে চালাতে কিছু চোরাচালানকারী নজরে আসে বিএসএফদের। এরপরেই বিএসএফ তাদের কাছে আসছে সেটা জানতে পেরেই অন্ধকার এবং কুয়াশার সুযোগ নিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় চোরাচালানকারীরা। বি এস এফ এর জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকটি বান্ডিল উদ্ধার করে। পরবর্তীকালে ওই বেআইনি বৈদেশিক মুদ্রা গুলি নদিয়ার চাপরা কাস্টম অফিসে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্ত শাখার তরফে জওয়ানদের প্রশংসা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষ যাতে চোরাচালানকারির পথ অবলম্বন না করে সে বিষয়ে সতর্ক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here