নিয়মিত ভাতা প্রদান, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং বর্ধিত ডিমের মূল্য প্রদানের দাবিতে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের।

0
52

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- নিয়মিত ভাতা প্রদান, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং বর্ধিত ডিমের মূল্য প্রদানের দাবিতে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের। এদিন বালুরঘাটে শিশু ও নারী কল্যাণ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেয় অঙ্গনওয়াড়ি কর্মীরা।
বিক্ষোভরত কর্মীরা জানান, তাদের মাসিক ভাতা আনিয়মিত। পাশাপাশি জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় জ্বালানি বাবদ যে মূল্য দেওয়া হয় তাতে জ্বালানি ক্রয় সম্ভব নয়। অপরদিকে এই মুহূর্তে বাজারে ডিমের মূল্য বৃদ্ধি পেয়েছে, সে ক্ষেত্রে ডিম ক্রয়ে সমস্যায় পড়েছেন তারা। তাদের দাবি, বর্ধিত জ্বালানি খরচ ও বর্ধিত ডিমের দাম সহ মাসিক ভাতা নিয়মিত করতে হবে।