শুরু হল বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক চলচিত্র উত্সব।

0
51

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার থেকে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে শুরু হল বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক চলচিত্র উত্সব। চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সম্পাদক বাপ্পাদিত্য দাঁ জানিয়েছেন, উদ্বোধনী ছবি দেখানো হবে শেখর দাস নির্দেশিত ছবি – চালচিত্র এখন। এবারের চলচ্চিত্র উত্সবের উদ্বোধকও শেখর দাস। প্রতিদিন দুটি করে ছবি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন বাপ্পাদিত্যবাবু। ৫ জানুয়ারি দেখানো হবে ভারতীয় ছবি অনুনাদ ও ইজিপ্ট এর ছবি ক্রিম অফ দ্যা ক্রপ। ৬ জানুয়ারি বাঙলাদেশের ছবি বিউটি সার্কাস এবং জার্মানির ছবি কমিটমেন্ট ফোবিয়া। ৭ জানুয়ারি দেখানো হবে ভারতীয় ছবি লক্ষীর পা এবং বাংলাদেশের ছবি পায়ের ছাপ। প্রতিদিন সন্ধ্যে ৬টা নাগাদ শুরু হচ্ছে ছবির প্রদর্শন।