নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কল্যাণী সেন্ট্রাল পার্কে আজ বঙ্গ সংস্কৃতি মেলা ২০২৪ উদ্বোধনে এলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলী। মেলা উদ্যোক্তারা জানান দশ দিনব্যাপী চলবে এই মেলা যেখানে বিভিন্ন রাজ্যের বই-পুস্তক খাদ্য খাবার পোশাক হস্তশিল্প এবং ব্যবহার্য বিষয় থাকবে । থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে অংশগ্রহণ করবেন ভিন রাজ্যের শিল্পীরাও।
আজ প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলী স্থানীয় বিধায়ক অম্বিকা রায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ একাধিক গুণীজন।
সংস্কৃতির এই অনুষ্ঠানেও উঠে এলো, সন্দেশখালি ঘটনা। ভাইস চ্যান্সেলর রাজ্যের সার্বিক পরিস্থিতি যথেষ্ট উদ্বেগ জনক এবং অপসংস্কৃতির থেকে দূরে থাকার অনুরোধ জানান । বিচারপতি গাঙ্গুলী অবশ্য আর এক ধাপ এগিয়ে আজ সকালে সন্দেশখালীর ঘটনা উল্লেখ করে বলেন, কতখানি অসহিষ্ণু হলে এ ধরনের অপরিকার ঘটনা আমাদের দেখতে হয়। তবে সকলের উদ্দেশ্যে তিনি বলেন প্রতিবাদ করলে যদি আক্রান্ত হতে হয় তাহলে অন্তত সকলের সম্ভবত কাগজপত্রের মাধ্যমে প্রতিবাদ জানানো উচিত কারণ পরিবেশ বজায় রাখার দায়িত্ব আমাদের সকলেরই। তবে তিনি আশাবাদী এই পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হবে।
Home রাজ্য দক্ষিণ বাংলা কল্যাণী সেন্ট্রাল পার্কে আজ বঙ্গ সংস্কৃতি মেলা ২০২৪ উদ্বোধনে এলেন জাস্টিস অভিজিৎ...