নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নাবালক বয়সে ভিন রাজ্যে কাজে গিয়ে হঠাৎ নিখোঁজ নদীয়ার এক কিশোর। খবর পেতেই মানসিকভাবে ভেঙে পড়ে পরিবার। নাতিকে ফিরে পাওয়ার আশায় আজও প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন দাদু। এই নিখোঁজ হওয়ার পিছনে রহস্যের আঁচ পাচ্ছেন পরিবার। ঘটনাটি নদীয়ার ফুলিয়া নিধকুড় সাহেবডাঙ্গা এলাকার। পরিবারের দাবি, গত তিন বছর আগে মাত্র ১৩ বছর বয়সে বাড়িতে রাগারাগি করে মুম্বাইয়ে চলে যায় অরূপ ঘোষ। সেখানে একটি হোটেলে কাজ করতে শুরু করে। যদিও বিগত তিন বছরের মধ্যে কিশোর অরূপের সাথে ফোনে কথাবার্তা হয় পরিবারের। গত কয়েক মাস আগেই অরূপের বাড়িতে আসার কথা ছিল, কিন্তু জানুয়ারি মাসের ১ তারিখে হোটেল মালিক নন্দ ঘোষ ফোন করে জানান অরূপকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও অরূপের মোবাইল ফোনের সিম খুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন পরিবার। অরূপের নিখোঁজের কথা শুনতেই মানসিকভাবে ভেঙে পড়েন পরিবারসহ অরূপের একমাত্র দাদু। দাদু মঙ্গল ঘোষের অভিযোগ, তার নাতির সাথে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেছে না হলে হঠাৎই কেন নাতি নিখোঁজ হয়ে যাবে। মামা গোপাল ঘোষের দাবি, এই নিখোঁজের ঘটনার পিছনে হোটেল মালিক সবটাই জানে, কিন্তু কিছু আড়াল করার চেষ্টা করছে আমাদের। আমরা শুধু পুলিশ থানা নয় প্রশাসনিক বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেছি। এখন নাতিকে না খুঁজে পাওয়া পর্যন্ত চোখের জল ধরে রাখতে পারছেন না দাদু মঙ্গল ঘোষ। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।