সারা রাজ্য জুড়ে জেলায় জেলায়,ব্লকে ব্লকে আজ পালিত হল রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন।

0
112

আবদুল হাই, বাঁকুড়াঃ ‌- পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৫৫ সালে ৫ ই জানুয়ারি কলকাতায় জন্মগ্ৰহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।১৯১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছিল।সারা রাজ্য জুড়ে জেলায় জেলায়,ব্লকে ব্লকে আজ পালিত হল রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। দিদির শুভ জন্মদিন উপলক্ষে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই এক নং অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন ১০০ জন রক্তদাতা রক্তদান করেন এর মধ্যে মহিলা রক্তদাতা ছিল ১০ জন।এদিন রক্তদানকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।