রাজনৈতিক ভেদাভেদ ভুলে রাস্তার আন্দোলনে এক সাথে সামিল রানাঘাট পৌরসভার চেয়ারম্যান ও রানাঘাটের বিধায়ক।

0
95

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাজনৈতিক ভেদাভেদ ভুলে রাস্তার আন্দোলনে এক সাথে সামিল রানাঘাট পৌরসভার চেয়ারম্যান ও রানাঘাটের বিধায়ক। বৃহস্পতিবার দুপুরে রানাঘাট প্রামানিক মোড়ে জাতীয় সড়ক পারাপারের রাস্তার জন্য সাধারণ মানুষের আন্দোলনের পাশে দাঁড়িয়ে NH কতৃপক্ষের সাথে এক যোগে কথা বলে কাজ হাসিল করলেন তৃণমূল পরিচালিত রানাঘাট পুরসভার চেয়ারম্যান কোসলদেব বন্দ্যোপাধ্যায় ও রানাঘাটের BJP বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়। প্রসঙ্গত 34 নম্বর জাতীয় সড়কে রানাঘাট প্রামানিক মোড়ে রাস্তা পারাপার করার জন্য পর্যাপ্ত জায়গা রাখার দাবিতে আন্দোলনে পথ অবরোধ কর্মসূচিতে সামিল হয়েছিলেন এলাকাবাসী। সেই সময় NH কতৃপক্ষ কথা দিয়েছিল বিষয়টি খতিয়ে দেখার। বৃহস্পতিবার সেই রাস্তার মাপ নেওয়া হয়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও রানাঘাটের বিধায়ক। পরে NH এর তরফে 18 ফুট রাস্তা দেওয়ার কথা ঘোষণা করা হয়। ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল বিজেপি উভয় পক্ষই।