নিজস্ব সংবাদদাতা, মালদাঃ – সবুজয়ান প্রকল্পকে সুন্দর ও সতেজ করতে অভিনব উদ্যোগ ইংরেজবাজার পুরসভার। শুখা মরশুমে কৃত্রিমভাবে জলের যোগান নিশ্চিত করা হচ্ছে সবুজ গাছে। একইসঙ্গে ধোওয়া হচ্ছে ধুলো ময়লায় ঢাকা ছোট-বড়গাছ। গ্রীন সিটি প্রকল্পে গত কয়েক বছর আগে শহরজুড়ে এভাবেই একাধিক গাছ লাগায় ইংরেজ বাজার পুরসভা। সাধারণভাবে বর্ষার মরশুমে প্রাকৃতিক উপায় জলের যোগান পায় গাছ। কিন্তু শীতের মরশুমে যেমন জলের যোগানের অভাব তৈরি হয়, তেমনই ধুলো ময়লা পড়ে নষ্ট হয় গাছের সৌন্দর্য। এই পরিস্থিতিতে শহরজুড়ে গাছে জল নিশ্চিত করতে আর সৌন্দর্য বাড়াতে পুরসভার ট্যাংকার করে জল এনে দেওয়া হচ্ছে গাছে। ধোয়া হচ্ছে নোংরা অপরিচ্ছন্ন গাছ। ইংরেজবাজার পৌরসভার এহেন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে শহরবাসী।