বর্ষার আগেই জল সমস্যা মেটাতে উদ্যোগী জলপাইগুড়ি পৌরসভা।

0
111

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বর্ষার আগেই জল সমস্যা মেটাতে উদ্যগী পৌরসভা। শহরের নতুন পাড়া এলাকায় ড্রেনেজ এবং বর্ষা কলে জলবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। এই নতুনপাড়া মোড় ৬, ৭ এবং ১৭ নম্বর ওয়ার্ডের সংযোগ স্থলও বটে। এই এলাকার মানুষের অসুবিধা এবং সমস্যা সমাধানে জলপাইগুড়ি পুরসভার তরফে নতুন পাড়া মোড় থেকে কদমতলা যাওয়ার রাস্তার দুধারের ড্রেন, গার্ড ওয়াল এবং বক্স কালভার্ট নির্মানের কাজের সূচনা করলেন পুর প্রধান পাপিয়া পাল। তিনি জানান, এই কাজগুলো শেষ হলে এই এলাকার মানুষ উপকৃত হবেন।আশা করা হয় বর্ষার আগেই জলের সমস্যা থেকে রেহাই পাবে এই সমস্ত ওয়ার্ডের বাসিন্দারা।