দক্ষিন দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – রবিবার বিকেল পাঁচটা নাগাদ এই কর্মসূচি শুরু হয়। উপস্থিত হয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ মফিজ উদ্দিন মিয়া। হিলি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি আশুতোষ সাহা। ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিথীকা ঘোষ। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষসহ অন্যান্যরা।
হিলি ব্লকের শ্রীরামপুরে এই পিঠেপুলে উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসব এবার দ্বিতীয় তম বর্ষে পদার্পণ করলো । যেখানে বিভিন্ন রকম পিঠেপুলির স্টল
বসে । এই অনুষ্ঠান কে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিতি ভিড় ঈর্ষণীয়। শুধু তাই নয় এই পিঠে পুলি উৎসবকে কেন্দ্র করে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে সম্মাননা জ্ঞাপন ,কুইজ প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা সহ একাধিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। খবর করার সময় সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত এই অনুষ্ঠান চালু ছিল । এ বিষয়ে
পিঠেপুলি উৎসব কমিটির কার্যকরী সম্পাদক আমাদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন শুনুন।
Home রাজ্য উত্তর বাংলা হিলিতে পিঠেপুলি উৎসবের শুভ উদ্বোধন করলে জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ সহ অন্যান্যরা।