নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – পঞ্চায়েত সমিতি স্তরে ‘দূর্ণীতি’র অভিযোগ তুলে ওন্দা বিডিও অফিসে বিক্ষোভ দেখালো বিজেপি। মঙ্গলবার স্থানীয় বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অমরনাথ শাখা-র নেতৃত্বে ওই দলের কর্মী সমর্থকরা মিছিল করে বিডিও অফিসের মূল ফটক ভেঙ্গে ভীতরে ঢোকার চেষ্টা করে। এই ঘটনায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও পুলিশী তৎপরতায় সেই কাজে সফল হননি তাঁরা। যদিও বিডিও অফিসে তাঁদের ঢুকতে দেওয়া না হলে তাঁরাই ওই গেটে তালা ঝোলাবেন বলে হুঁশিয়ারী দেন।
ওন্দার বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অমরনাথ শাখা এদিন দাবি করেন পঞ্চায়েত সমিতিতে রাস্তা ঘাট, পানীয় জল, কৃষকদের জন্য যে অনুদান আসছে তা ‘লোপাট’ করা হচ্ছে। একজন সরকারী আধিকারিক ৬ শতাংশ, জনৈক অভিরুপ ৪ শতাংশ ও আরো এক জনের কাছে ২ শতাংশ পৌঁছাচ্ছে। কলকাতার ‘পিসি-ভাইপো’র মতো ওন্দাতে ‘বাপ-ব্যাটা’র রাজত্ব চলছে বলে তিনি দাবি করেন।