বিকশিত ভারত সংকল্প যাত্রার শুভ সূচনা হলো আজ ফুলিয়ায়।

0
91

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এদিন ফুলিয়া কৃত্তিবাস থেকে এই সূচনা করা হয়, এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার, উপস্থিত ছিলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় , এছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি তথা উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়, নদীয়া জেলার এস সি মোর্চার সাধারণ সম্পাদক অংকন সরকার সহ মণ্ডল সভাপতি প্রদীপ সরকার থেকে শুরু করে একাধিক কার্যকর্তা ও কর্মীরা। এদিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের লক্ষ্যমাত্রা মানুষের কাছে তুলে ধরতে এই কর্মসূচি বলে জানা যায়। তাদের এই কর্মসূচি আজ ফুলিয়া কৃত্তিবাস থেকে শুরু হয়, জানা যায় আজ রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় “বিকশিত ভারত সংকল্প যাত্রা” এই কর্মসূচি গ্রহণ করা হয় , ছাড়াও তাদের এই কর্মসূচি চলবে বিভিন্ন জায়গায়।