দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে শ্বৈত্য প্রবাহের ঠান্ডায় জুবুথুবু জেলাবাসি।এই ঠান্ডার হাত থেকে বাচাতে হিলি ও অই থানার লকমা এলাকার দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিলেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী। সেই সাথে শিশু দের অনগংনওয়ারি কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে তিনি জানান ঠান্ডার হাত থেকে মানুষ কে বাচাতে তার তহবিলের কম্বল গরিব মানুষের হাতে তুলে দেওয়া হলো।এছাড়া হিলির অনগংনওয়ারি কেন্দ্র পরিদর্শন করেন, সেখানে গিয়ে শিশু দের সঠিক ভাবে সেখান কার কর্মীরা যত্ন নিচ্ছেন কিনা তার খোজখবর নেন।