নেত্রীর বার্তার ২৪ ঘন্টা কাটেনি,তার আগেই খড়্গপুর ২নং ব্লকে নির্দল পঞ্চায়েত সদস্যকে দলে যোগদান করাতে প্রকাশ্যে দেখা গেল তৃণমূলের গোষ্ঠী কোন্দল।

0
105

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গত বুধবার কালীঘাটের বৈঠক থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ২নং ব্লকের তৃনমূলের ব্লক সভাপতি হিসেবে পুনরায় তৃষিত মাইতির নাম ঘোষণা করেছেন। তৃষিত মাইতি খড়্গপুর ২নং ব্লকের সভাপতি হিসেবে কাজ করবেন বলে সরাসরি জানিয়ে দিয়েছিলেন তিনি প্রকাশ্যে। এবং এলাকায় গোষ্ঠী কোন্দল মিটিয়ে সকলকে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশের ২৪ ঘন্টা কাটেনি তার আগে খড়্গপুর ২ নম্বর ব্লকে গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে চলে এলো।
খড়গপুর ২ নং ব্লকের, ব্লক সভাপতিকে না জানিয়ে এক নির্দল পঞ্চায়েত সদস্যকে তৃণমূল কংগ্রেসের যোগদান করালেন এবং দলীয় পতাকা তুলে দেওয়ার অভিযোগ উঠল খড়্গপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মুখার্জির বিরুদ্ধে। জানা গেছে খড়্গপুর ২ নং ব্লকের ভাটাচক বুথের নির্দল পঞ্চায়েত সদস্যকে আজ দুপুরে মাদপুর দলীয় কার্যালয়ে যোগদান করানো হয়। তার হাতে তৃণমূলের পতাকা তুলে দলের ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মুখার্জি। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফেটে পড়েছেন ব্লক তৃণমূলের সভাপতি তৃষিত মাইতি। তিনি বলেন, গতকাল পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের উপস্থিতিতে আমাকে দলনেত্রী পুনরায় খড়গপুর ২ নং ব্লকের সভাপতি হিসেবে ঘোষণা করেছেন। আজ আমাকে না জানিয়ে এক নির্জন সদস্যকে দলে যোগদান করানো হলো। দলের বিরুদ্ধে গিয়ে যোগদান করানো আমি মনে করছি। এই ব্যাপারে আমি শীর্ষ নেতৃত্বকে জানাব।