দুবরাজপুর, সেখ ওলি মহম্মদমঃ- দিনক্ষণ ঠিক করে ডেপুটেশন প্রদান করতে এসে পঞ্চায়েত প্রধানকেই পেলেন না বিজেপির নেতা কর্মীরা। তিনি আজ পঞ্চায়েত দপ্তরেই এলেন না। তাই তাঁর দপ্তরের দরজা বন্ধ রয়েছে। শেষমেশ পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের হাতেই ডেপুটেশন প্রদান করলেন বিজেপির নেতা কর্মীরা। ঘটনাটি দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের পাঁচড়া পঞ্চায়েতের। খয়রাশোল ব্লকের পাঁচড়া গ্রাম পঞ্চায়েতে শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন বিরোধীরা। তাই এদিন ৭ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করল বিজেপি। তাদের প্রথম দাবি ছিল পাঁচড়া গ্রাম পঞ্চায়েতে শাসক দলের যে বাড়বাড়ন্ত রয়েছে তা বন্ধ করতে হবে এবং স্বজন পোষণ বন্ধ করতে হবে। অর্থ কমিশনের মিটিংয়ে বিরোধী দলনেতাকে ডাকা হয় না বলেও অভিযোগ। তাছাড়াও এই গ্রাম পঞ্চায়েতে টেন্ডারের ক্ষেত্রে অস্বচ্ছতা রয়েছে এবং ওপেন টেন্ডার হয় না। পাশাপাশি পাঁচড়া গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত কাজ হচ্ছে তার গুণগতমান ভালো হতে হবে। আরও বেশ কয়েকটা দাবি সহ মোট ৭ দফা দাবিতে এই ডেপুটেশন দেয় বিজেপি। যদিও এদিন পঞ্চায়েতে আসেননি প্রধান আসমা বিবি। প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ১৫ টি এবং বিজেপি ৮টি আসন দখল করে বোর্ড গঠন করেছে। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী, শ্যাম সুন্দর গড়াই, মণ্ডল সভাপতি রথীলাল সিংহ, পাঁচড়া পঞ্চায়েতের সদস্য সাধন মণ্ডল, বিপুল বাগদী, গোরাচাঁদ মণ্ডল, অত্সী গোপ, শীলা বাউরী, মালা বাগদী সহ কর্মীরা। টুটুন নন্দী জানান, আমরা আগের দিন প্রধানের কাছে ডেপুটেশন প্রদান করার জন্য অনুমতি নিয়ে গিয়েছি। কিন্তু তিনি আজ কার ভয়ে দপ্তরে এলেন না। অথচ এখানে পুলিশকে পাঠিয়ে দিয়েছেন। তাহলে তিনি এখানে না এসে প্রমাণ করে দিলেন যে তিনি এই দুর্নীতিতে যুক্ত। আমরা পনেরো দিনের সময় দিলাম যে সমস্ত দাবি নিয়ে ডেপুটেশন দিলাম সেগুলোর যদি সুরাহা না হয় তাহলে আজ যেমন তিনশো লোক নিয়ে এসেছি। আগামী দিনে তিন হাজার লোক এনে পঞ্চায়েতের গেটে তালা বন্ধ করে দেব।