বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় সিআইডির জালে প্রাক্তন ডি আই ও প্রধান শিক্ষক। তমলুক থানার পুলিশকে সঙ্গে নিয়ে গ্রেফতার করা হয়। এই নিয়ে রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে।।।।

0
127

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার তমলুকের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া ও পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডি আই-(মাধ্যমিক) চাপেশ্বর সরদার কে গ্রেফতার করেছে সিআইডি। বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় গ্রেফতার বলে জানা গেছে। হাইকোর্টের নির্দেশে বর্তমান ডি-আই শুভাশিস মিত্র তমলুক থানায় এফ-আই-আর করেছিল। সেই এফ আই আর এ তৎকালীন ডিআই ও বর্তমান প্রধান শিক্ষকের নাম ছিল। ২০১৭ সালে নিয়ম বহির্ভূতভাবে প্রধান শিক্ষক তার নিজের ভাইপো শুভেন্দু হাটুয়াকে বিদ্যালয়ে নিয়োগ করেছিল। আর এই গোটা নিয়োগ প্রক্রিয়ায় তৎকালীন ডি আই চাপেশ্বর সরদারেরও হাত ছিল। এমনটাই অভিযোগ। সেই মামলায় গ্রেপ্তার করা হলো। আজ তমলুক আদালতে 14 দিনের পুলিশ হেফাজত চেয়ে তোলা হলো।