নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ রি- এমপ্লয়মেন্ট নয়। শূন্য পদে বেকার যুবক যুবতীদের স্থায়ী চাকরি দিতে হবে এই দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল সরকারি কর্মচারী ইউনিয়ন। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে ৩ দফা দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে এই ডেপুটেশন দেওয়া হয়। এই বিষয় সরকারি কর্মচারী ইউনিয়নের জেলা সম্পাদক বিশ্বজিত ঘোষ বলেন জেলা কালেক্টরেট এবং এল আর দপ্তর থেকে ১০০ জন রি- এমপ্লয়ি নেওয়া হবে। এর বিরুদ্ধে আজ আমরা ডেপুটেশন দিলাম। আমাদের দাবি রি -এমপ্লয়েড অর্থাৎ যারা রিটায়ার্ড করে গেছেন এবং যারা পেনশেন পাচ্ছেন তাদের না নিয়োগ করে বেকার যুবক-যুবতীদের এই সুযোগ দেওয়া হোক। রাজ্যের বিভিন্ন দপ্তরে লক্ষ লক্ষ শূন্য পদ পড়ে আছে। সেই পদে না নিয়োগ করে রিটায়ার্ড, পেনশন প্রাপ্ত দের নিয়োগ করে নামে মাত্র কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে সরকারের সুবিধা ওই সমস্ত ব্যক্তিরা কোনরকম কোন সরকারি পদোন্নতি বা সুবিধা চাইবেন না। এর পাশাপাশি আমাদের দাবি এজেন্সি প্রথা যাতে বিলোপ করা হয। আজ এই বিষয়ে আমরা ডেপুটেশন দিলাম। আমাদের দাবি পূরণ না করা হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।