হারিয়ে যেতে বসেছে,গ্ৰাম বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ।

0
108

আবদুল হাই, বাঁকুড়াঃ – এক সময়ের বিনোদনের অন্যতম মাধ্যম পুতুল নাচ। কিন্তু সুখের সেদিন আর নেই, এখন একসময়ের গ্ৰাম বাংলার ঐতিহ্যবাহি সেই পুতুল নাচই অস্তিত্ব রক্ষার সংকটে ভুগছে। কিন্তু এতো সবের পরেও পুতুল নাচকে টিকিয়ে রেখেছে কয়েকজন। তাঁদের মধ্যে অন্যতম বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সহজ পুতুল এর কর্ণধার বিশ্বরুপ ভট্টাচার্য। দীর্ঘ কয়েক বছর পর আবার দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর পীরবাবার মিলন মেলায়

শীত উপেক্ষা করেই গ্রামের মাঠে পুতুল নাচের আসরে ভীড় করেছেন অনেকেই।গ্রামবাসী রাখাল নন্দী,নরেশ দাসরা একটা সময় বাড়ির বড়দের সঙ্গে আমরা পুতুল নাচের আসরে যেতাম, কিন্তু স্মার্ট ফোন আর ইন্টারনেট নির্ভর বর্তমান প্রজন্ম ঐতিহ্যবাহী এই লোক শিল্প নিয়ে অবগত নয়। তাই লুপ্তপ্রায় এই লোকশিল্পের সঙ্গে বর্তমান প্রজন্মের পরিচয় ঘটানো জরুরী বলেই তাঁরা জানিয়েছেন।

পুতুল নাচের দলের কর্ণধার বলেন, প্রায় অনেক বছর ধরে পুতুল নাচের সঙ্গে যুক্ত আছি। বর্তমানে এবিষয়ে মানুষের আগ্রহ কমছে। সরকারীভাবে শিল্পী সহ অন্যান্যদের নানাভাবে সাহায্য করা হলেও আমরা এখনো ব্রাত্য। সরকারী পৃষ্ঠপোষকতা ছাড়া এই পুতুল নাচকে আর বাঁচিয়ে রাখা অসম্ভব বলে তিনি জানান।