পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বর্তমান ডিজিটাল যুগের দুনিয়ায় প্রায় পড়ুয়াদের মোবাইলের আসক্তি লক্ষ্য করা গিয়েছে, এমনকি বিভিন্ন সময়ে দেখা গিয়েছে পড়াশোনা না করে মোবাইল নিয়ে সময় অপচয় করছে পড়ুয়ারা, তাই এবার মোবাইলের প্রতি আসক্তিকে দূরে সরিয়ে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এবার নয়া উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বড়িশা স্বামীজি একাডেমি সদস্যবৃন্দ, শুক্রবার স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বড়িশা স্বামীজি একাডেমির উদ্যোগে তৈরি করা হচ্ছে লাইব্রেরী, পাশাপাশি কিভাবে মোবাইল আসক্তিকে দূরে সরানো যায় সেই বিষয় নিয়েও সচেতন করা হবে পড়ুয়াদের এমনটাই জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে, তবে প্রথমে ৫০০টি গ্রন্থর লক্ষ্য মাত্রা নিয়ে এগিয়েছে এই বড়িশা স্বামীজি একাডেমি, এই বিষয় নিয়ে বড়িশা স্বামীজি একাডেমীর সদস্য অভিজিৎ দাস জানিয়েছেন যেভাবে বর্তমান সময়ে পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ চলে গিয়ে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে তাই আমাদের এই উদ্যোগ, তবে জানি না আগামী দিনে কতটা ফল পাওয়া যায়, এই বিষয় নিয়ে স্থানীয় এক অভিভাবক অঞ্জনা কাপড়ী জানিয়েছেন শুধু আমার বাড়ির ছেলে মেয়ে নয় অধিকাংশ ছেলে মেয়েদের দেখা গিয়েছে পড়াশোনা ও খেলাধুলার প্রতি আগ্রহ কমতে এবং মোবাইলের প্রতি আসক্ত বাড়তে তবে বড়িশা স্বামীজি একাডেমীর এই উদ্যোগকে আমরা যথেষ্ট সাধুবাদ জানাই।
Home রাজ্য দক্ষিণ বাংলা বর্তমানে পড়ুয়াদের মোবাইলের প্রতি আসক্তিকে দূরে সরিয়ে পড়াশোনার প্রতি আগ্রহ করতে কোলাঘাটের...