দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আজকের দিনে নানা ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হ’তে বারবার দেখছি আমরা। তার শিকার শিশু থেকে প্রবীণ নাগরিক সবাই। তাই এবার সুস্থ সমাজ জীবন ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় এগিয়ে এলো ভিশনলাইফ হিউম্যান রাইট ফাউন্ডেশন। আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দরবেশ পাড়ায় ভিসনলাইফ হিউম্যান রাইট ফাউন্ডেশনের কার্যালয়ের উদ্বোধন করা হয়। এদিন ফিতে কেটে উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান কুলদীপ কুমার সিং। অনুষ্ঠানের শুরুতেই ভিসনলাইফ হিউম্যান রাইট ফাউন্ডেশনের দুবরাজপুর শাখার পক্ষ থেকে উপস্থিত অতিথিদের পুষ্পস্তবক এবং শাল পরিয়ে সংবর্ধনা জানানো হয়। তারপর সংগীত এবং ওডিসি নৃত্য পরিবেশন করা হয়। উপস্থিত অতিথিরা এই ফাউন্ডেশনের কাজ নিয়ে আলোকপাত করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিসনলাইফ হিউম্যান রাইট ফাউন্ডেশনের পাণ্ডবেশ্বর শাখার প্রেসিডেণ্ট শরদুল আলম, দুবরাজপুর শাখার প্রেসিডেণ্ট সুরেশ কবিরাজ, জেনারেল সেক্রেটারী সৈয়দ নাসা, অফিস ইনচার্জ স্বপন মুখার্জী সহ এই ফাউন্ডেশনের সদস্যরা।