নিজস্ব সংবাদদাতা, মালদা,১২ জানুয়ারি :- স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিন উপলক্ষ জেলা তৃণমূল যুব কংগ্রেস উদ্যোগে পালিত হল বিবেক উৎসব।
তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ মন্ডল এর উদ্যোগ এবং জেলা তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় শুক্রবার সকালে পুরুষ ও মহিলা বিভাগের ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। পুরুষ বিভাগের ১০ কিলোমিটার এবং মহিলা বিভাগের ৭ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। জেলা সহ বাইরের জেলা এবং ভিন রাজ্যের থেকেও প্রায় হাজারের উর্ধ্বে প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। প্রথমে পুরুষ বিভাগের দৌড় শুরু হয় ইংরেজবাজার থানার অমৃতি এলাকা থেকে। মহিলা বিভাগের দৌড় শুরু হয় লক্ষ্মীপুর এলাকা থেকে। দৌড় শেষ হয় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে। সেখানে রক্ত দান শিবিরেরো আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ মন্ডল ছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান সমর মুখার্জী, সহ-সভাপতি বাবলা সরকার, জেলা যুব নেতা সৌমিত্র সরকার, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
এই বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ মন্ডল বলেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠনের পক্ষ থেকে বিবেক উৎসব পালন করা হয়। এদিন প্রায় ১০০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ম্যারাথন দৌড়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন।
ম্যারাথন দৌড়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগিদের আর্থিক পুরস্কার ও মেমেন্টো তুলে দেওয়া হয়। এর পাশাপাশি চতুর্থ থেকে দশম পর্যন্ত স্থান অধিকারী প্রতিযোগিদেরও আর্থিক পুরস্কার দেওয়া হয়। এর পাশাপাশি এদিন পোস্ট অফিস মোড় এলাকায় সংগঠনের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
Home রাজ্য উত্তর বাংলা স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিন উপলক্ষ জেলা তৃণমূল যুব কংগ্রেস উদ্যোগে পালিত...